নওগাঁয় ‘‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ" শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: আজ জেলা তথ্য অফিস নওগাঁ কর্তৃক" গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ" শীর্ষক প্রকল্পের আওতায় রাণীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের, পশ্চিম বালুভরা গ্রামে মহিলা সমাবেশ বাস্তবায়ন করা হয়েছে। নওগাঁ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক, আবু সালেহ মো. মাসুদুল ইসলামের সভাপতিত্বে ওই মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগরের ১নং খট্টেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মোছা. চন্দনা সারমিন রুমকি। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের অ্যাসোয়িয়েট অফিসার মাহফুজা খাতুন। মহিলা সমাবেশে ভিডিও কলে সংযুক্ত হয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন, মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, প্রকল্প পরিচালক, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্প, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
ভিডিও কলে প্রকল্প পরিচালক নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের সাফল্য, মা ও শিশুর বিশেষ করে গর্ভবতী মায়ের যত্নের বিষয়ে সচেতন হতে পরামর্শ দেন। এছাড়া তিনি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানব সম্পদ গড়ে তোলার আহ্বান জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নারীদের ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারীদের ভূমিকা তুলে ধরেন।